× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় পার্টি থেকে বিদায় নিলেন প্রেসিডিয়াম সদস্য আবুল কাসেম

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

০৮ অক্টোবর ২০২৪, ১৪:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় রাজনীতি থেকে বিদায় নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাসেম সরকার। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন গত রোববার।

সাবেক ওই এমপি’র স্বাক্ষরিত পদত্যাগপত্রে বিষয় উল্লেখ ছিলো, দল থেকে পদত্যাগ প্রসঙ্গে। অতঃপর তিনি লিখেছেন, মাননীয় চেয়ারম্যান, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি মো. আবুল কাসেম সরকার, আরো বেশী বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে ব্যস্ত থাকার কারণে রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই আমার উপর বর্ণিত দায়িত্ব, দলের প্রেসিডিয়াম সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে অদ্য ৬ অক্টোবর ২০২৪ ইং পদত্যাগ করলাম।

উল্লেখ্য, আলহাজ¦ আবুল কাসেম সরকার ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে চতুর্থ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ প্রেক্ষাপটে তিনি ১৯৮৬ সালের ৭ মে হতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি হিসেবে দায়িত্বাধীন ছিলেন। তার বাড়ি নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় এমপি পার্ক এলাকায়।
নাটোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান অনিক প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক এমপি আবুল কাসেম সরকারের রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.